প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১০:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
এ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করবার জন্য যারা ষড়যন্ত্র করছেন তারাই মূলত একাত্তর সালে এই দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিল। উন্নত বিশ্বে আমাদের থেকে বেশী লোডশেডিং হচ্ছে। কিন্তু আমাদের দেশের একটি মহল বা একটি রাজনৈতিক প্রতিপক্ষ এই বিষয়কে কেন্দ্র করে নানা ধরণের ষড়যন্ত্র বা গুজব ছড়াচ্ছে। এই সকল ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৭৭৭তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, সাম্প্রতিক সময়ে নানাবিধ বিষয় নিয়ে ষড়যন্ত্র বা গুজব ছড়ানো হচ্ছে বিশেষ করে সয়াবিন তেলের দাম ৫৩ টাকা লিটারে কমানো হলো তখন কিন্তু কেউ সরকারকে ধন্যবাদ দিচ্ছে না। কিন্তু সয়াবিন তেলের দাম যখন লিটারে ২ টাকা বেড়েছিল তখন কিন্তু তারা অনেক কিছু বলেছিল। বিশ্বব্যাপী সংকটে যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা এখন বিদ্যুৎ ব্যবহার কমিয়ে সব কিছু সাশ্রয় করছি। উন্নত বিশ্বে আমাদের থেকে বেশী লোডশেডিং হচ্ছে। কিন্তু আমাদের দেশের একটি মহল বা একটি রাজনৈতিক প্রতিপক্ষ এই বিষয়কে কেন্দ্র করে নানা ধরণের ষড়যন্ত্র বা গুজব ছড়াচ্ছে। এই সকল ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে।