প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১০:২২ পিএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেণি কক্ষে ইংরেজি, অংক ও স্বাস্থ্য বিষয়ে পাঠদান করালেন।
গত সোমবার বেলা সাড়ে ১১ টায় তাড়াশ সদরে অবস্থিত তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আকস্মিক ভাবে তিনি উপস্থিত হন এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। পরে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে গিয়ে ইংরেজি, অংকের পাশাপাশি বর্ষাকালীন স্বাস্থ্যসেবা, ডেঙ্গু, করোনা, পানিবাহিত রোগ, ডায়রিয়া, আমাশয়, হাত ধোয়া, সাঁতার শেখার জন্য তাগাদা দিয়ে স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা করেন।
এ ছাড়া ইউএনও মেজবাউল করিম নিয়মিত পাঠদানের উপর গুরুত্ব দিয়ে সকল শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার আহবান জানান।
আর শিক্ষার্থী তাসনিম, লামিয়া, শিফা, আঁখিসহ নবম শ্রেণি কক্ষের শিক্ষার্থীরা জানান, তাদের উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) স্যার মেজবাউল করিমকে তাদের মাঝে পেয়ে তারাও অভিভ‚ত। তারা আরো জানায়, একজন ইউএনও শিক্ষকের মত এতভাল করে ক্লাস নিতে পারেন এটা তাদের জানা ছিল না। আর একজন উর্ধ্বতন কর্মকর্তার শিক্ষক হিসেবে পাঠদানের বিষয়টি তাদের জীবনে অনেক বড় পাওয়া।
এ দিকে তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান বিএসসি বলেন, হঠাৎ করে বিদ্যালয়ে ইউএনও মহোদয়ের উপস্থিতি ও শ্রেণি কক্ষে পাঠদান করানো তাঁদেরকেও অবিভূত করেছে। এ ছাড়া শত ব্যস্ততার মধ্যে ইউএনও মহোদয়ের শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়টি তাঁদের কাছে নজির ও ভাল স্মৃতি হয়ে থাকবে। আর তিনি মাঝে মধ্যেই শিক্ষার অগ্রগতি দেখতে একটু সময় পেলেই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে পাঠদান করান। পাশাপাশি শিক্ষক ও শির্ক্ষীদের নানা সমস্যার সমাধান করেন বলে জানান, অভিভাবক রজত কুমার ঘোষ।