প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১০:২১ পিএম | অনলাইন সংস্করণ
যশোরের ঝিকরগাছা উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে প্রায় ৩০০ মিটার অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দপূর্বক পুড়িয়ে ফেলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে শিওরদাহ পুলিশ ক্যাম্পের সহযোগিতায় ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী এলাকায় কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ।
এসময় বিক্রি নিষিদ্ধ উক্ত উদ্ধারকৃত চায়নাদুয়ারী জাল স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিওরদাহ পুলিশ ক্যাম্পের এএসআই অহিদুল ইসলাম, পানিসারা ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (লিফ) মেহেদী হাসান, জাহিদ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বিক্রি নিষিদ্ধ এই জালে দেশীয় প্রজাতির মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে উল্লেখ করে নদ-নদীতে ব্যবহার না করতে স্থানীয়দের নির্দেশ দিয়েছেন ঝিকরগাছা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ জানিয়েছেন।