প্রকাশ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১০:০২ এএম | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শ্রমিক বহনকারী একটি ভটভটিতে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঠামদরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ।
দুর্ঘটনায় নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজর মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস ( ৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস ( ৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।
আবুল কালাম জানান, রাত সাড়ে ৯টার দিকে কনস্ট্রাকশন কাজ শেষে কয়েকজন শ্রমিক একটি ভটভটিতে করে কাঠামদরবস্ত রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।