প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৯:২০ পিএম | অনলাইন সংস্করণ
মা-বাবা-বোন হারানো সেই শিশুটির শারিরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। পাশাপাশি গত দুই দিনে এই নবজাতকের অ্যাকাউন্টে বিভিন্ন মানুষের দেয়া ১ লাখ ২৯ হাজার টাকা জমা পড়েছে। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার রাতে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সচিব ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
তিনি বলেন শ্বাসকষ্ট অনেকটাই কমেছে। তবে জন্ডিসের উন্নতি এখনো হয়নি। আমরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছি। রিপোর্টে বড় ধরনের কোনো জটিলতা পাওয়া যায়নি।
এদিকে বুধবার (২০ জুলাই) রাতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তারুজ্জামান জানান, নবজাতক ফাতেমা ও তার ভাই বোনদের জন্য সহায়তা হিসাব শিরোনামে খোলা অ্যাকাউন্টে গত দুই দিনে জমা পড়েছে ১ লাখ ২৯ হাজার টাকা।
এর আগে, ময়মনসিংহের জেলা প্রশাসকের নির্দেশে ১৮ জুলাই সন্ধ্যায় সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় ‘রতœা আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানদের সহায়তা হিসাব’ শিরোনামের একটি অ্যাকাউন্ট খোলা হয়।
‘৩৩২৪১০১০২৮৭২৮’ নম্বরের স য়ী হিসাবটি নবজাতকের দাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে।
প্রসঙ্গত এর আগে গত ১৬ জুলাই বেলা পৌনে ৩টার দিকে ত্রিশালের কোর্টভবন এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান অন্তঃসত্ত্বা রতœা আক্তার, তার স্বামী জাহাঙ্গীর আলম এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা।
ওই সময় অলৌকিকভাবে মা রতœা গর্ভ ফেটে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক। যার নাম রাখা হয়েছে ফাতেমা।