প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৯:১০ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ভালুকায় একটি জুয়েলারি দোকানে ককটেল ফাঁটিয়ে অবিকল ফিল্মি স্টাইলে স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাত দল। ঘটনাটি ঘটেছে ভালুকা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি সোনার দোকানে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ করে পর পর তিনটি বিকট আওয়াজ শুনা যায়। ককটেলের ধোঁয়ায় তাৎক্ষনিক নিকশ কালো অন্ধকার হয়ে পড়ে জুয়েলারি দোকানসহ আশপাশের চারদিক। হঠাৎ বিকট শব্দ আর অন্ধকারের ভয়ে লোকজন দুরে সরে যায়। এই সুযোগে স্বর্ণের দোকানে ঢুকে মালিককে গুলি করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় প্রাইভেটকারযোগে আসা পাঁচ-ছয়জনের অজ্ঞাতনামা ডাকাতদল।
এসময় ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ জুয়েলারি দোকানের মালিক অধির কর্মকারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে তার স্বজনেরা। এ ছাড়াও শাহিন মিয়া নামের আরেকজন আহত হয় আরেকজন তাকে ভালুকা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এসপি মোহাঃ আহমার উজ্জামানসহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সফিকুল ইসলাম।
বৃহস্প্রতিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি সফিকুল ইসলাম জানান জেলা পুলিশ সুপার এসপি আহমার উজ্জামান স্যারের নির্দেশে স্বর্ণালঙ্কার উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে গত রাত থেকে আমরা অভিযানে নেমেছি। এখনো মাঠেই আছি। আশা করছি খুব দ্রুত
জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারবো ।
ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান,ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।