প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৯:০৭ পিএম | অনলাইন সংস্করণ
নেত্রকোনা দুর্গাপুরে নূরনাহার নামে গর্ভবতী এক পাগলীকে সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার রাতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগীতায় সমাজসেবার আশ্রয় কেন্দ্র গাজীপুরের পুবাইলে পাঠানো হয়েছে।
জানা যায়, বেশ কিছুদিন যাবত দুর্গাপুরে একটি পাগলী গর্ভবতী অবস্থায় ঘুরাফেরা করছিলো। বিষয়টি দৃষ্টিগোচর হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের। পরে সংগঠনের সদস্যরা এই পাগলীর পরিচয় জানার চেষ্টা করে ও তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তার নাম জিজ্ঞেস করলে সে জানায় নুরনাহার, ও বাড়ি বলে মধূপুরের ধুমড়াকান্দায়। ডাক্তার জানায় প্রায় ৯ মাস হয়ে গেছে গর্ভবতী পাগলীর। পরে সংগঠনের সদস্যরা বিষয়টি দুর্গাপুরের ইউএনও মোহাম্মদ রাজিব উল আহসানকে জানায়। ইউএনও বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা ও থানা পুলিশকে অবগত করে। পরে বুধবার রাতে সকলের সহযোগিতায় সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।
এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার জানায়, আমরা চার বছর যাবত স্বেচ্ছায় রক্তদানসহ এলাকায় মানবিক কাজ করে যাচ্ছি। দুর্গাপুর বাজারে পাগলীটিকে গর্ভবতী অবস্থায় ঘুরাফেরা করতে দেখে আমরা তার খোঁজখবর সহ নিয়মিত খাবার দিতাম। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় তার প্রায় ৯ মাস হয়ে গেছে।এরপর বিষয়টি আমরা ইউএনও স্যারকে অবগত করি। তিনি এই বিষয়ে দ্রুততার সহিত প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই মানবিক কাজটি করার জন্য।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে নিয়ে আসলে আমরাই এই গর্ভবতী পাগলীটিকে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করি।আলট্রা রিপোর্ট করে জানতে পারি তার ৩৪ সপ্তাহ হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, প্রথমে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশন গর্ভবতী পাগলীটির বিষয়ে আমাকে জানায়। পরে আমি বিষয়টি সমাজসেবা ও থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলি। সরকারী সকল নিয়ম কানুন অনুসরন করে বুধবার রাতে দুর্গাপুর থানা পুলিশ গর্ভবতী পাগলীকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত গাজীপুরের পুবাইল আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়।