প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৯:০০ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের একজন মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলার ভূমি ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে ২৭ টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করে শালিখা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাগুরা জেলার শালিখা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা৷
এসময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, সহ: কমিশনার ভূমি উম্মে সালমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, শালিখা থানা ওসি (তদন্ত) মিলন ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ ৷
প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই ভূমি ও গৃহহীন পরিবারের কাছে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এমনি কয়েকজন উপকারভোগী শান্তা ও সরূপজানের সাথে কথা বললে তারা জানান, আগে ঠিকমত থাকার জায়গা ছিল না, মাথা গোঁজার সঠিক ঠিকানা ছিল না। প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে। আজ আমরা শুধু ঘর ও জমি নয় সঙ্গে পেয়েছি একটা বসবাসের স্থায়ী ঠিকানা। এ সময় দুঃখের স্মৃতি চারণ করে কান্নায় ভেঙে পড়েন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান বলেন, শালিখা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করায় আজ আমরা খুবই আনন্দিত। পাশাপাশি ঠিকানাহীন মানুষগুলোর স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে যে সকল কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।