নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী রুহুল আমিন (৪৫), আবদুর রহমান (৪৬), মো. হাসান (৩৬), নুরুল আমিন (৪৭) ও শহিদুল ইসলাম (৪০)।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুর থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। অন্যদিকে, বরিশাল থেকে মোল্লা ট্রাভেলসের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় মাইক্রোবাসটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়।
এসময় বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের এক যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিন মাইক্রোবাস যাত্রীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শহিদুল ইসলাম নামে আরেক মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক। তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।