বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শেরপুর পৌরসভায় চালু হলো স্যানিটারি ল্যান্ড ফিল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৯:৩০ পিএম আপডেট: ৩১.০৭.২০২২ ২:৩১ এএম | অনলাইন সংস্করণ

শেরপুর পৌরসভা পরিবেশবান্ধব শহর হিসেবে যাত্রা শুরু করেছে। এ লক্ষে বুধবার সকালে শহরের অষ্টমীতলা মৃগী নদীর পাড়ে প্রায় দেড়শত বছরের প্রাচীন পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ‘স্যানিটারি ল্যান্ড ফিল’ উদ্বোধন করা হয়েছে।

এ ‘স্যানিটারি ল্যান্ড ফিল’টি উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন। 

কাউন্সিলর নাছিরুল আলম নাহিদের সভাপতিত্ব অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রতিদিন ‘স্যানিটারি ল্যান্ড ফিল’ থেকে ৩১ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা যাবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।
শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম জানান, শেরপুর শহরের অষ্টমীতলা মৃগি নদীর পাড়ে ২.৭৬ একর জমিতে এ বর্জ্য অপসারণ কেন্দ্রটি স্থাপন করতে ব্যয় হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ টাকা। টএওওচ প্রকল্পে দেশের ৩৫টি পৌরসভায় এ বর্জ্য অপসারণ কেন্দ্রটি চালু হয়েছে। এরই অংশ হিসেবে আমাদের এ প্রকল্পটি উদ্বোধন করা হলো। ধ্রুব ট্রেড এজেন্সি এ প্রকল্পটি নির্মাণ করছে।

তিনি আরও বলেন, এ প্রকল্পটি চালু হলেও আমাদের জনবল ও বর্জ্য ফেলার গাড়ি স্বল্পতা রয়েছে। অচিরেই তা সমাধান করা হবে। ভবিষ্যতে এ প্রকল্প থেকে গ্যাস ও বিদ্যুতের মতো জ্বালানি উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যা দিয়ে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি হবে।
 
শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায় জানান, প্রকল্পটি চালু হওয়ায় শেরপুর জেলা শহর একটি পরিবেশবান্ধব শহরে রূপ নিবে।

এ ‘স্যানিটারি ল্যান্ড ফিল’ প্রকল্পটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে পচনশীল আরেকটি হচ্ছে অপচনশীল বর্জ্য হিসেবে গণ্য করা হয়েছে।
পচনশীল বর্জ্যগুলো ‘স্যানিটারি ল্যান্ড ফিল’ প্রকল্পের ভেতরেই নষ্ট করে দেওয়া হবে। আর অপচনশীল বর্জ্যগুলো যেমন পলিথিন, পানির বোতলসহ বিভিন্ন প্রকার অপচনশীল বর্জ্যগুলো বাছাই করে সেসব উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট বিক্রি করা হবে। এতে শেরপুর পৌরসভার রাজস্বও বৃদ্ধি পাবে। আমরা প্রকল্পটি পরিদর্শন করেছি এবং পরিবেশ যাতে দূষিত না হয় সেগুলো দেখভাল করে শেরপুর পৌরসভাকে পরিবেশ সনদপত্র প্রদান করেছি।

শেরপুর নাগরিক ফোরাম জনউদ্যোগের আহ্বায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শেরপুর শহরের ভেতরে যে আবর্জনার স্তূপ থাকত, মানুষ দুর্গন্ধে সেসব রাস্তা দিয়ে যেতে পারতো না এজন নাগরিক সমাজ বিভিন্ন সময় মানববন্ধনসহ বিভিন্ন দাবি করে আসছিল। পৌর কর্তৃপক্ষের আন্তরিকতায় প্রকল্পটি চালু হওয়ায় পৌরবাসী দূষিত পরিবেশ থেকে রক্ষা পাবে বলে আমি আশা করছি।
 
পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন বলেন, ‘স্যানিটারি ল্যান্ড ফিল’ প্রকল্পটি চালু হওয়ার পর শেরপুর পৌরসভা একটি পরিবেশবান্ধব শহর হিসেবে রূপ নেবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]