আমাদের আরও সতর্ক থাকতে হবে: অধ্যাপক ড. ফারুক মির্জা
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১১:০৩ পিএম | অনলাইন সংস্করণ
আমাদের মূল পরিচয় আমরা সবাই বাঙালি। আজকে কেন সংখ্যালঘু কথাটা বার বার সামনে আসছে। নড়াইলের লোহাগড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আমরা যেমন উদ্বিগ্ন। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেন। আজ স্বাধীনতার পঞ্চাশ বছরের মাথায় এসে যখন আমাদের এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৭৭০তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দীন, বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুক মির্জা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
অধ্যাপক ড. ফারুক মির্জা বলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে মৌলবাদীদের দেওয়া আগুনে পুড়ে যায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগে এই হামলা চালানো হয়। বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পারস্পরিকভাবে বসবাস করে আসছে। হাজার বছর ধরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, সাঁওতালসহ সব ধর্ম-বর্ণের মানুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ভূখণ্ডে একসঙ্গে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। আর এ সম্প্রীতির জন্যই বলা হয়ে থাকে ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সংবিধানে ধর্ম নিরপেক্ষতার অন্তর্ভুক্তির অর্থ হচ্ছে, সব ধর্মের নাগরিকের সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় স্বাধীনতা তথা ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, মাঝেমধ্যে আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করতে এক শ্রেণির দুর্বৃত্তরা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। এসব সাম্প্রদায়িক সংকট মোকাবিলায় অবিলম্বে আমাদের সবাইকে সতর্ক হতে হবে।