প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১১:০৩ পিএম | অনলাইন সংস্করণ
আমাদের মূল পরিচয় আমরা সবাই বাঙালি। আজকে কেন সংখ্যালঘু কথাটা বার বার সামনে আসছে। নড়াইলের লোহাগড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আমরা যেমন উদ্বিগ্ন। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেন। আজ স্বাধীনতার পঞ্চাশ বছরের মাথায় এসে যখন আমাদের এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৭৭০তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দীন, বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুক মির্জা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
কর্ণেল (অব.) কাজী শরীফ উদ্দীন বলেন, আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। সাম্প্রদায়িক সহিংসতার শেষ কোথায়? এটা একটা লজ্জাজনক ও কষ্টের বিষয়। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেন। আজ স্বাধীনতার পঞ্চাশ বছরের মাথায় এসে যখন আমাদের এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। এই বিষয়টি যতবার ভাবি ততবার নিজেকে খুবই অমর্যাদাকর মনে হয়। সম্প্রতি নড়াইল জেলার লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট, মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে আহত হয়েছেন হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ। এ ঘটনায় আমরা সবাই ক্ষুব্ধ ও হতাশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলার অঘটন বেড়েই চলেছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পুনঃপুন হুঁশিয়ারি এবং ক্ষেত্রবিশেষ গ্রেপ্তার ও মামলা সত্ত্বেও হামলার ঘটনা থামছে না। উদ্বেগের কারণ এটাও; সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলাগুলোর ধরন ও কারণ প্রায় অভিন্ন। শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো একটি পোস্টের কারণে ধর্মীয় অবমাননার অভিযোগ তোলা হয় এবং তা ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হয়। অবিলম্বে এসবের ন্যায় বিচার না-হলে, ধর্ম অবমাননার নামে মিথ্যা অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হামলা বন্ধ না-হলে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ ভূলুণ্ঠিত হবে।