প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৭:৫২ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ জেলায় আবারও ২৮৭ ভূমিহীন পরিবারকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখহাসিনার উপহারের ঘর। আগামী ২১ জুলাই তালিকাভুক্ত ভূমিহীনদের মাঝে এসব ঘর হস্থান্তর করা হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ২৮৭ ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে আগামী জুনের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার কাজ চলছে বলেও জানানো হয়।
এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোবায়রা সাথী, সহকারী কমিশনার (ভূমি) ইবনে মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ প্রমুখ।