প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৭:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
রপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত ২ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। নামমাত্র কাজ করেই পুরো টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে ক্ষুদ্র মেরামতের জন্য ওই বিদ্যালয়টি ২ লাখ টাকা বরাদ্দ পায়। এ অর্থ দিয়ে প্রাক্কলন অনুযায়ী বিদ্যালয়ের বারান্দায় নতুন গ্রিল, গ্রিলের নিচে ইটের গাঁথুনি, বিদ্যালয়ের ভিতর-বাহির রং করাসহ বেশ কিছু কাজ করার কথা থাকলেও নামমাত্র কাজ করেই পুরো টাকা উত্তোলন করে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা আত্মসাৎ করেছেন। আর এ কাজে সহযোগিতা করেছেন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী সাজেদুর রহমান। তিনি মোটা অংকের উৎকোচ নিয়ে নামমাত্র কাজকেই সন্তোষজনক হিসেবে প্রত্যয়ন দিয়ে অর্থ উত্তোলনে সহযোগিতা করেছেন। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ ব্যাপারে প্রধান শিক্ষক রেহেনা পারভীনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য কিংবা মন্তব্য দিতে অস্বীকৃতি জানান। উপজেলা সহকারী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, কাজ দেখেই প্রত্যয়ন দিয়েছি।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ পারভীন বলেন, কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা সন্তোষজনক প্রত্যয়ন দেয়ায় আমরা বিল দেয়ার সুপারিশ করেছি।