ড. মুহাম্মদ সামাদ
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১০:৪৮ এএম | অনলাইন সংস্করণ
আমার নন্দিতা বলে, আব্বু-
দুর্গাপূজা এলে মনে হয় আমি হিন্দু হয়ে যাই
কত ঢাক নাচ গান মোয়া খই
বুদ্ধ পূর্ণিমায় মনে হয় আমি বৌদ্ধ হয়ে যাই
কত আলো মেলা ফানুশ মিঠাই
বড়দিনে মনে হয় আমি কেন-যে খ্রিস্টান নই
কত বন্ধু সান্তাক্লজ খ্রিস্টমাস-ট্রি
ঈদ এলে মনে হয় আমি মুসলমানই থাকি
কত কোর্মা পোলাও নতুন জামা কোলাকুলি
নন্দিতা আবার বলে, আব্বু- আমি সব
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান।
লেখক: শিক্ষাবিদ-কবি; প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্বদ্যিালয়