প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৫:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
সেই ভন্ডপীড় খেতা শাহ’র কবল থেকে শিষ্যের স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের টিকুরিয়া গ্রামের মো. শফিকুল ইসলামের (৩৫) সাথে পরিচয় ঘটে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের কথিত আধ্যাতিক ফকির মোঃ ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ(৬০) এর সাথে।
গত প্রায় দুই মাস আগে ওই ফকির এসে তার ভক্তের বাড়িতে আশ্রয় নেন। ভক্ত শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিলে গুরু ফকির খেতা শাহকে ভালমন্দ খাওয়াতে থাকেন। গত ২২ জুন দুপুরের দিকে ৩ সন্তানের জননী ভক্তের স্ত্রী (৩৩) ফকির খেতা শাহকে সঙ্গে নিয়ে ধোবাউড়া উপজেলার গোয়াতলায় বাপের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বের হয়ে তারা আর বাড়িতে ফেরেননি।
পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের আর কোন সন্ধান পায়নি পরিবার। ভক্ত শফিকুল ইসলামের দাবি- ভন্ড ফকির খেতা শাহ কৌশলে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। পরে স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে ভুক্তভোগী ভক্ত নিজে বাদি হয়ে ২ জুলাই তারাকান্দা থানায় ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহসহ ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।অপহরণ মামলার প্রায় ১০ দিন পর ভক্তের স্ত্রীকে (৩৩) উদ্ধার করলেও আসামিকে পায়নি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মালেক জানান, ভক্তের মামলার পর অভিযান চালিয়ে তার স্ত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আসামিকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।