রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (১৩ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। রঞ্জু শেখ (৩৫) নামের ওই পথচারী নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানান, বনানী কবরস্থানের পাশে ২৩ নম্বর রোডের উল্টো পাশে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির একটি বাস উল্টে গিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এতে তিনি নিহত হন। এ সময় চালক পালিয়ে যায়। তার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নিহত পথচারীর লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ভোরের দিকে বাসের গতি অতিরিক্ত ছিল। নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় ডিভাইডারের পাশে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। বাসে কতজন যাত্রী ছিল এ বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। যাত্রীদের মধ্যে আহতের সংখ্যাটিও জানা সম্ভব হয়নি। তবে সব বিষয় খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।