১-০ তে সিরিজ এগিয়ে থেকে এখন টাইগারদের লক্ষ্য সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নেয়া। সেই লক্ষ্যে বুধবার (১৩ জুলাই) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আশা টাইগার দলপতি তামিম ইকবালের। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে উইন্ডিজদের আরও কম রানে বেধে রাখতে বদ্ধপরিকর তিনি।
সাংবাদিকদের তামিম বলেন, ‘হ্যাঁ, আমরা ম্যাচ জিতেছি কিন্তু আমদের উন্নতির জায়গা আছে। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আরও বড় দলের বিপক্ষে সত্যিকারের কন্ডিশনে খেলি, তবে এই ড্রপ হওয়া ক্যাচগুলো আমাদের অনেক ভোগাবে। অধিনায়ক হবার পর, আমি বলেছি, আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে, নয়তো বড় আসরে জয় পাওয়া কঠিন হবে।’
তিনি আরও বলেন, ‘ফিল্ডিংয়ে আমরা উন্নতি করতে পারি। আমি বোলিং এবং ব্যাটিং নিয়ে খুশি। কিন্তু আমরা যদি চারটি ক্যাচ না ফেলতাম তাহলে আমরা ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে পারতাম।’
এদিকে ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে জয়ের দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তারা জয়ের ধারায় ফেরার পাশাপাশি সিরিজ জয় করতে চায়।
দ্বিতীয় ম্যাচে জেতার স্বপ্ন দেখা উইন্ডিজ দলপতি নিকোলাস পুরান বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা শেষ কয়েকটি ওয়ানডে সিরিজে হেরেছি। তবে আমার মনে হয় ১-০-তে পিছিয়ে থাকলেও সিরিজটা আমরা জিতব। আমরা হারের থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচটা নিয়ে ভাবছি, পরিকল্পনা করছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো।’
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত টানা ৯ ম্যাচে জয়ের দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের পাশাপাশি টানা দশ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিবিঘ্নিত ছিল। গায়ানায় তাই অনেকটা ঘরের মাঠের সার্ভিস পেয়েছিল তামিম বাহিনী। স্লো এবং লো উইকেটে উইন্ডিজ ব্যাটারদের বেশ ভুগিয়েছে টাইগার বোলাররা। দ্বিতীয় ম্যাচেও একই উইকেট থাকলে সেটি বাংলাদেশের জন্য প্রশান্তির কারণ হবে নির্দ্বিধায়।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামরহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, এন্ডারসন ফিলিপ, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি ও জেইডেন সিলস।