রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১১:০০ এএম | অনলাইন সংস্করণ

ফরম্যাটটা যখন ওয়ানডে, তখন উইন্ডিজের বিপক্ষে অবধারিতভাবেই ফেভারিটের তকমা বাংলাদেশের গায়ে। তবে সিরিজ শুরুর আগে এতটাও জোর দিয়ে বলার উপায় ছিল না। কারণ, এবারের ক্যারিবীয় সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বিধ্বস্ত টাইগাররা। কিন্তু চিরচেনা সংস্করণ ওয়ানডেতে ফিরেই আবার স্বরূপে সফরকারীরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।

১-০ তে সিরিজ এগিয়ে থেকে এখন টাইগারদের লক্ষ্য সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নেয়া। সেই লক্ষ্যে বুধবার (১৩ জুলাই) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আশা টাইগার দলপতি তামিম ইকবালের। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে উইন্ডিজদের আরও কম রানে বেধে রাখতে বদ্ধপরিকর তিনি।

সাংবাদিকদের তামিম বলেন, ‘হ্যাঁ, আমরা ম্যাচ জিতেছি কিন্তু আমদের উন্নতির জায়গা আছে। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আরও বড় দলের বিপক্ষে সত্যিকারের কন্ডিশনে খেলি, তবে এই ড্রপ হওয়া ক্যাচগুলো আমাদের অনেক ভোগাবে। অধিনায়ক হবার পর, আমি বলেছি, আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে, নয়তো বড় আসরে জয় পাওয়া কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘ফিল্ডিংয়ে আমরা উন্নতি করতে পারি। আমি বোলিং এবং ব্যাটিং নিয়ে খুশি। কিন্তু আমরা যদি চারটি ক্যাচ না ফেলতাম তাহলে আমরা ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে পারতাম।’

এদিকে ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে জয়ের দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তারা জয়ের ধারায় ফেরার পাশাপাশি সিরিজ জয় করতে চায়।

দ্বিতীয় ম্যাচে জেতার স্বপ্ন দেখা উইন্ডিজ দলপতি নিকোলাস পুরান বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা শেষ কয়েকটি ওয়ানডে সিরিজে হেরেছি। তবে আমার মনে হয় ১-০-তে পিছিয়ে থাকলেও সিরিজটা আমরা জিতব। আমরা হারের থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচটা নিয়ে ভাবছি, পরিকল্পনা করছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো।’

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত টানা ৯ ম্যাচে জয়ের দেখা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের পাশাপাশি টানা দশ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিবিঘ্নিত ছিল। গায়ানায় তাই অনেকটা ঘরের মাঠের সার্ভিস পেয়েছিল তামিম বাহিনী। স্লো এবং লো উইকেটে উইন্ডিজ ব্যাটারদের বেশ ভুগিয়েছে টাইগার বোলাররা। দ্বিতীয় ম্যাচেও একই উইকেট থাকলে সেটি বাংলাদেশের জন্য প্রশান্তির কারণ হবে নির্দ্বিধায়।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামরহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, এন্ডারসন ফিলিপ, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি ও জেইডেন সিলস।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]