প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১০:৩১ এএম আপডেট: ১৩.০৭.২০২২ ১০:৫৫ এএম | অনলাইন সংস্করণ
সদ্য অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার পুলিশ অধিদপ্তরে নিয়োগ পাচ্ছেন। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এই যাত্রায় পদোন্নতি পাওয়া সর্বমোট ১২ জন অতিরিক্ত ডিআইজির পুলিশ অধিদপ্তরে পদায়নের প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে।
ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্বে থাকা মারুফ হোসেন সরদার ছাড়াও আর কোন ১১ জন অতিরিক্ত ডিআইজির পদায়ন হতে পারে পুলিশ সদর দপ্তরে?
প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রস্তাবিত তালিকায় পুলিশ অধিদপ্তরে এআইজি হিসেবে কর্মরত (বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহজালাল, জালালউদ্দীন চৌধুরী, আলমগীর কবীর, রেবেকা সুলতানা, নাসিরুল ইসলাম, শেহেলা পারভীন, নাসিয়ান ওয়াজেদকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরেই বদলি করতে বলা হয়েছে। এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান, মালি মিশন থেকে প্রত্যাগত বেলালউদ্দীন, দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার তানভীর মমতাজকেও পুলিশ অধিদপ্তরে বদলির প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রগুলো জানিয়েছে, দু’একদিনের মধ্যেই বদলির এই প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর অনুমোদন পাবে। এরপরই তা প্রজ্ঞাপন আকারে জারি হবে। সূত্র: ঢাকা টাইমস