প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৯:০৩ পিএম | অনলাইন সংস্করণ
এবারে ঈদের মৌশুমে মোংলা সুন্দরবন পর্যটক প্রবেশ নিষেধ তাই ভ্রমন পিপাশুরা বনের সৌন্দার্য় দেখতে না পেরে ভিড় করছে পৌর শিশু পার্ক ও মোংলা সমুদ্র বন্দরের মেরিন ড্রাইভে। পশুন নদী পাড়ে বসে দুর থেকে নদীর ওপাড়ে সুন্দরবন দেখে মনের শাধ মিটিয়ে নিচ্ছে ভ্রমন পিপাশুরা। তাই ঈদের দ্বিতীয় দিন বিকেল হওয়ার সাথে সাথে প্রিয়জনদের নিয়ে শিশু পার্ক ও সমুদ্র বন্দর পশুর চ্যানেল পাড়ে ঈদের আনন্দ উপভোগ করতে ছুটে এসেছে কয়েক হাজার পর্যকট।
ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই খুশী তাই এই ঈদের আনন্দকে আরও একটু বর্ণিল করতে মানুষ ছুটছে প্রিয়জনদের নিয়ে শিশু পার্ক বা নানান গন্তব্যে। এছাড়া প্রতি বছরই ঈদ বা অন্য সময় সুন্দরবনে পর্যটকে মুখরীত থাকে গোটা সুন্দরবন ঝুড়ে। কিন্ত এবারে বন্যপ্রানী প্রজনন মৌশুম তাই দুই মাসের জন্য সুন্দরবনের মাছ আহরণ ও পর্যটক প্রবেশ নিশিদ্ধ ঘোষনা করছে পরিবেশ ও বন মন্ত্রনালয়।
এ জন্য এবারের ঈদের লম্বা ছুটি কাটাতে পরিবার-পরিজন বন্ধু-বান্ধব ও অতি আপনজনদের একান্তে একটু সময় দেয়ার জন্য আর বাড়তি বিনোদন উপভোগ করতে বিকাল হলে অনেকেই ছুটছেন একমাত্র বিনোদন কেন্দ্র পৌর শিশু পার্ক ও বন্দরের পশুর নদীর পাড়ে মেরিণ ড্রাইভের বিনোদন পার্কে। তার পরেও সুন্দরবন দেখার সাধ জেন মিটছেই না। নদীর এপার থেকে ভ্রমন পিপাশুরা দুর থেকে হলেও সুন্দরবনের সৌন্দার্য উপভোগ করছেন।
ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, প্রজনন মৌশুম সুন্দরবনে পর্যটক প্রবেশ নিশিদ্ধ তাই পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটানোর জন্য ছোট্ট পরিসরের হলে পৌর শিশু পার্ক হলেও বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারা খুব মজা করেছেন।
পার্ক কর্তৃপক্ষ জানায়, সুন্দরবন বন্ধ তাই বিনোদনের জন্য বড় কোন স্থান না থাকলেও ছোট পরিসরে পৌর শিশু পার্ক গড়ে তুলেছি। এ পার্কে দর্শনার্থীরা আসছে। শিশুরা বিভিন্ন খেলনা উটছে। শিশুদের খুশি দেখে আমারও আনন্দিত।