প্রকাশ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৪:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া সোমবার তার পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এটি আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্টের পদত্যাগপত্র স্বাক্ষর হওয়ার পর তা এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। এটি তার মাধ্যমে পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো হবে।
প্রতিবেদন অনুসারে, আগামীকাল গোতাবায়ার দায়িত্ব শেষ হওয়ার পর দেশটির পার্লামেন্ট স্পিকার এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
এর আগে ইয়াপা আবেবর্ধনে জানিয়েছিলেন, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে তাকে জানিয়েছেন যে বুধবার তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।
দাপ্তরিক কিছু কাজ হস্তান্তরের জন্য বুধবার পর্যন্ত তিনি সময় চেয়েছেন।