বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৭২৫ জন।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৭৪ হাজার ৭৮৩ জন। রোগী শনাক্ত হয়েছেন ৫৬ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৮৬৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৩ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৩৬১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।