প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ
সাধারণ জনগণ ব্যাপক বিক্ষোভ আর প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেওয়ায় আগামী বুধবার পদত্যাগের পরিকল্পনা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার এই সিদ্ধান্তের পর দেশটির সংসদের স্পিকার আগামী ২০ জুলাই নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছেন।
সোমবার (১১ জুলাই) পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনার সই করা বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পার্লামেন্টে অধিবেশন শুরু হবে চলতি মাসের ১৫ তারিখ। এবং ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে।
এর আগে, বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ভবন থেকে পালিয়ে যাওয়া গোতাবায়া রাজাপাকসে বুধবার পদত্যাগ করবেন, এমন বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। সোমবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। তবে রাজাপাকসের কাছ থেকে সরাসরি এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।
শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, প্রেসিডেন্টের পদত্যাগ শুধু আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে যখন তিনি পার্লামেন্টের স্পিকারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করবেন। তবে এটি এখনও হয়নি।
এর আগে স্পিকার ইয়াপা আবেবর্ধনে জানান, প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন যে বুধবার তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।
এর আগে অর্থনৈতিক বিপর্যয়ে বিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিক্ষোভের মুখে শনিবার কলম্বোয় তার সরকারি বাসভবন থেকে পালিয়ে যান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি সম্ভবত নৌবাহিনীর জাহাজে পালিয়েছেন।
এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে চাচ্ছেন না নতুন প্রধানমন্ত্রীও।