প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার জেলা জজ আদালত। মঙ্গলবার (৫ জুলাই) এ নির্দেশ দেন জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক।
কারন দর্শানোর নোটিশ বরাত জানা যায়, মৌলভীবাজার প্রেসক্লাবে বিগত ৩ জুন ২০২২ তারিখের যোগাযোগীমূলে সৃজিত ভোটারতালিকার অনুবলে নতুন কল্পে পরবর্তী কোন কার্যক্রম গ্রহণ না করার জন্য বিবিধ আপীল ৩২/২২ মোকদ্দমায় আদালতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আপিল করেন মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের পাতা ও দি পিপলস টাইমের জেলা প্রতিনিধি নারী সংবাদকর্মী এ.এস.কাঁকন। এই বিষয়ে আপীলকারী পক্ষের প্রার্থিত মতে ১/২নং রেসপনডেন্টের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রচার করা হইবে না, তৎমর্মে নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম.এ.সালাম ও সাধারণ সম্পাদক পান্না দওকে কারন দর্শানোর জন্য আদেশ প্রদান করেন মৌলভীবাজার জেলা জজ আদালত।
এ বিষয়ে কথা বলতে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দওের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি, পরবর্তীতে আবার মুঠোফোনে চেষ্টা করে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম.এ.সালাম এর মুঠোফোনে কারন দর্শানোর বিষয়ে জানতে চাইলে এটি আদালতের বিষয়, তিনি কিছু জানেন না বলে ফোন রেখে দেন।