প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২, ১১:১৩ এএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১০ লাখ টাকার ১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইটটি থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) সালাউদ্দিন রিজভী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিটে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৮টা ৮ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে আগে থেকেই গোপন সংবাদ ছিল, ফ্লাইটটিতে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে। এর ভিত্তিতে কাস্টম অফিসাররা বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে অভিযান চালায়। এ সময় বিভিন্ন কার্টনে প্রাথমিকভাবে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। পরে এসব কার্টন কেটে ‘সুপার স্লিম ইজি স্পেশাল গোল্ড’ ‘সুপার স্লিম ইজি স্পেশাল লাইট’ ‘মন্ডে স্ট্রভেরি ফ্লেভার’ ও ‘বেনসন লাইট’ ব্র্যান্ডের মোট ৭ হাজার ২৬২ মিনি কার্টন জব্দ করা হয়। যার মধ্যে ১৪ লাখ ৫২ লাখ ৪০০ শলাকা সিগারেট পাওয়া গেছে। এর আনুমানিক বাজার মূল্য এক কোটি ১০ লাখ টাকা।