রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রায় থাকবেনা কোন ভোগান্তি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৯:০৬ পিএম | অনলাইন সংস্করণ

স্ব‌প্নের পদ্মা সেতু চালু হওয়ায় এবারের ঈদ যাত্রায় কোন প্রকার ভোগান্তি থাকবে না দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরুট ব্যবহারকারী যাত্রী ও যানবাহ‌ন চালকদের। কোন রকম সি‌রিয়া‌লে না থে‌কে সরাস‌রি এ‌সে ফে‌রি‌তে উঠ‌ছে যানবাহন। এতেকরে এবারই প্রথম কোন রকম দূর্ভোগ ও অ‌পেক্ষা ছাড়াই ঈ‌দযাত্রা সম্পন্ন করতে পারবে দক্ষিণঞ্চ‌লের মানুষ।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক ঘাট ব্যবস্থাপনা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেরা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা, বাস মালিক সমিতির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাক্তিবর্গ।

জানা যায়, প‌বিত্র ঈদ উল আযহা উপল‌ক্ষে অ‌তি‌রিক্ত যাত্রী ও যানবাহ‌নের চাপ সামাল দি‌তে এবার দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপা‌রে চলাচল কর‌বে ২১টি ফে‌রি। প্রয়োজন হ‌লে আরও ১টি ফে‌রি বাড়া‌নো হ‌বে। যাতে ঈ‌দে কোন সমস‌্যা না হয়। বিগত বছরগুলোতে ঈদসহ বিভিন্ন উৎসবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ত‌বে গত ২৫ জুন দক্ষিণব‌ঙ্গের অপর নৌপথ মাওয়া-জা‌জিরা প‌য়ে‌ন্টে স্ব‌প্নের পদ্মা সেতুর উদ্বোধনের পর পাল্টে যায় দৌলত‌দিয়া ঘা‌টের চিত্র। অতীতে দৌলত‌দিয়ায় মহাসড়‌কে ফে‌রির অ‌পেক্ষায় ঘন্টার পর ঘন্টা থাকতো যানবাহনের দীর্ঘ সি‌রিয়ালে। আর বর্তমানে যানবাহ‌নের অ‌পেক্ষায় থা‌কে ফে‌রি। ফ‌লে এবা‌রের ঈদ যাত্রায় ভোগা‌ন্তি থাকবে না বলে ধরনা সংশ্লিষ্টদের।

এ‌দি‌কে পদ্মার তীব্র স্রো‌তে ব্যহত হ‌চ্ছে ফে‌রি চলাচল। সেই সা‌থে ঢাকামু‌খি কোরবা‌নির পশুবা‌হি ট্রা‌কের চাপ বে‌ড়ে‌ছে দৌলত‌দিয়ায়। ত‌বে অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে যাত্রীবা‌হি বাস ও পশুবা‌হি ট্রাক পারাপার কর‌ছে কর্তৃপক্ষ। এতেকরে দৌলতদিয়ায় মহাসড়কে শতাধিক সাধারন পন্যবাহি ট্রকের সারি সৃষ্টি হয়েছে। অপর‌দি‌কে দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ২২ টি লঞ্চ চলাচল কবরে। যানবাহন ক‌মে যাওয়ায় ল‌ঞ্চে আ‌গের মত যাত্রী‌দের চাপ নাই। 

দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলকারী যাত্রী  সিরাজুল ইসলাম  জানান, এখন যে‌হেতু দৌলতদিয়ায় কোন ভোগা‌ন্তি নাই, তাহ‌লে ঈ‌দেও ভোগা‌ন্তি হ‌বে না। পদ্মা সেতু উদ্বোধনের কার‌ণে দৌলত‌দিয়ার ভোগা‌ন্তি দুর হ‌য়ে‌ছে। আর আগের মত সি‌রিয়া‌লে অপেক্ষায় থাক‌তে হ‌চ্ছে না। সরাস‌রি ফে‌রি‌তে উঠ‌তে পার‌ছেন। 

ট্রাক চালক নাসির উদ্দীন ব‌লেন, ৫ থে‌কে ২০ ঘন্টা, আবার কোন কোন সময় দি‌নের পর দিন দৌলত‌দিয়ায় ফে‌রির জন্য অ‌পেক্ষায় থে‌কে অতীতে অনেক কষ্ট ক‌রে‌ছেন। ত‌বে এখন আর কষ্ট কর‌তে হ‌চ্ছে না। দ্রুত ফে‌রির নাগাল পাচ্ছেন। পদ্মা সেতুর কার‌ণে তা‌দের মত ট্রাক চালক‌দের খুব সু‌বিধা হ‌য়ে‌ছে। ঈ‌দে 
আর ভোগা‌ন্তি পোহা‌তে হ‌বে না।
 
কুষ্টিয়া থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাকের গরুর মা‌লিক সবুর শেখ ব‌লেন, গত বছর ঘন্টার পর ঘন্টা দৌলত‌দিয়া আটকে থে‌কে‌ছেন। অনেক সময় গরমে গরু অসুস্থ্য হয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু এবার সরাস‌রি এ‌সে ফে‌রি পে‌য়ে‌ছেন। কোন ভোগা‌ন্তি পোহা‌তে হয় নাই। 

ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত সভার সভাপতি গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারীরা যাতে কোন ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নৌরুটে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, যাত্রীদের কাছ থেকে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে কঠোর নজরদারি করা হবে। এছাড়া মহাসড়কে কোন প্রকার ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেয়া হবে না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]