প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৯:০৩ পিএম | অনলাইন সংস্করণ
রংপুরের গঙ্গাচড়ায় জ্বর-সর্দি-কাশির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহ থেকে প্রচন্ড গরমের কারণে জ্বর, গলা ও মাথাব্যথায় আক্রান্তের হার বেড়েছে। এ ধরনের রোগীদের করোনা পরীক্ষা করালেই পজিটিভ রিপোর্ট আসছে। কিন্তু অনীহার কারণে অনেকেই পরীক্ষা করাতে চাইছেন না। ফলে উপসর্গ থাকলেও শনাক্ত না হওয়ায় করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৬শ থেকে ৭শ রোগীকে চিকিৎসা সেবা দেয়া। এর মধ্যে গত এক সপ্তাহ থেকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগী বেশী পাওয়া যাচ্ছে।
এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তবে চিকিৎসকরা বলছেন, হঠাৎ করে প্রচন্ড গরমের কারণে জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। এগুলো সাধারণ সর্দি-জ্বর ছাড়াও করোনা ভাইরাসের লক্ষণ।
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস বলেন, প্রচণ্ড গরমের কারণে এখন ঘরে ঘরে সর্দিজ্বরে আক্রান্তের হার বাড়ছে। অনেকের কাশিও রয়েছে। বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে। করোনার উপসর্গগুলোও একই রকম। তাই অনীহা না করে করোনা পরীক্ষা করতে হবে। এছাড়াও যারা এখনো টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা নেয়াসহ ঘরে এবং বাইরে মাস্ক পরার আহবান জানান তিনি।