গায়ে আগুন দিয়ে ব্যবসায়ীর মৃত্যু: হেনোলাক্সের গ্রুপের মালিক-স্ত্রীর বিরুদ্ধে মামলা
প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৩:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেনোলাক্সে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে হতাশায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিজের গায়ে আগুন দেয়া সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যুর ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে আনিসের বড় ভাই নজরুল ইসলাম শাহবাগ থানায় এ মামলা করেন বলে শাহবাগ থানার এসআাই গোলাম হোসেন খান জানান।
তিনি বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা গেছে, হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে গত ২ মাস আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন আনিস। কিন্তু টাকা না পেয়ে সোমবার হঠাৎ প্রেস ক্লাবের সামনে এসে শরীরে আগুন দেন তিনি।
জানা গেছে, হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে গত ২ মাস আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন আনিস। কিন্তু টাকা না পেয়ে সোমবার হঠাৎ প্রেস ক্লাবের সামনে এসে শরীরে আগুন দেন তিনি।