বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় নতুন পালক পদ্মা সেতু: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ১০:৫০ পিএম | অনলাইন সংস্করণ
পদ্মা সেতু আজ পূর্ণতা পেয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে যখন পদ্মা পাড়ি দিয়ে গোপালগঞ্জে গেলেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। বর্তমানে এই পদ্মা সেতুটি যখন উন্মোচন হয় তখন আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি আশার আলো নিয়ে এসেছে। আমরা বুক বেধে যে স্বপ্ন দেখেছিলাম দীর্ঘদিন ধরে সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৭৫৫তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, যুক্তরাজ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক ড. বি এম রাজ্জাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, পদ্মা সেতু আজ পূর্ণতা পেয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে যখন পদ্মা পাড়ি দিয়ে গোপালগঞ্জে গেলেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। সঙ্গে ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের সদস্যরা। টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুতে ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন। এসময় তারা এক সঙ্গে ছবিও তুলেন। সপরিবারে পদ্মা সেতুর এপার-ওপার স্বচক্ষে অবলোকন করার প্রক্রিয়া আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পন্ন করেছেন। সেজন্য তাকে ধন্যবাদ। সপরিবারে আজকে যেভাবে তারা পদ্মা সেতু পাড় হলেন সেটা পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে ছাপিয়ে আরও উদ্ভাসিত করেছে। আমাদের সবাইকে এই দৃশ্য শিহরিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি সবার কাছে পৌঁছে গিয়েছে এবং সবাইকে নতুন করে আশায় বুক বাধতে সহয়তা করেছে। আমাদের স্বপ্নের সেতু পদ্মা আজ দৃশ্যমান। এই যে নিন্দুকদের মুখে ছায় দিয়ে এই যে একটি বাস্তবতা এটা কিন্তু থেমে থাকবে না। একটির পর একটি নতুন পালক আরও সংযোজিত হবে।