প্রকাশ: সোমবার, ৪ জুলাই, ২০২২, ১১:২৭ এএম | অনলাইন সংস্করণ
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (৩ জুলাই) কোপেনহেগেনের ভিসিনিটি অব ফিল্ড’স শপিং সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
ডেনমার্কের পুলিশ জানিয়েছে, শপিংমলে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় ২২ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে আটক করা হয়েছে।
কোপেনহেগেনের পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন বলেছেন যে এখনো হামলার কারণ অস্পষ্ট, তবে এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ডেনমার্ক নিষ্ঠুর হামলার শিকার হয়েছে। নিহতদের স্বজনদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডেনিশ প্রধানমন্ত্রী।