প্রকাশ: রোববার, ৩ জুলাই, ২০২২, ৮:২০ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের ঢাকার সাভারের বাগানবাডী থেকে উদ্ধার তিনটি মুখপোড়া হনুমান গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
রবিবার এই হস্তান্তর করা হয়।শনিবার রাতে বিপন্ন প্রজাতির হনুমান গুলো উদ্ধার ও হস্তান্তর এর বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা কার্যালয়ের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানায়। বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, সাভারের কবিরপুর এলাকায় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের মালিকানাধীন একটি বাগানবাড়ী থেকে মুখপোড়া হনুমান তিনটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ওই বাগানবাড়ীতে বৈধভাবে হরিণ লালন পালন করা হয়।
শনিবার তিনি নিয়মিত পরিদর্শনে গিয়ে সেখানে তিনটি মুখপোড়া হনুমান দেখতে পান। এ সময় প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তাব দিলে সংসদ সদস্য প্রথমে রাজি হননি। পরে আইনগত বিয়য় গুলি বুজিয়ে বললে তিনি তাঁর ভুল বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে প্রাণীগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে বুজিয়ে দেন।