শুক্রবার (০১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে তিনি দোয়া ও ক্ষমা চেয়েছেন।
শামীম ওসমান বলেন, আমি আগেও হজ করেছি। শনিবার (২ জুলাই) আমার পুরো পরিবার নিয়ে হজে যাচ্ছি। এজন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। ‘আমি একটা মানুষ, শয়তানও না ফেরেশতাও না। আর মানুষ মাত্রই ভুল করে। সে কারণে হজে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন যাতে, সহীহভাবে আল্লাহকে খুশি করে হজ করতে পারি। এবং সারা বিশ্বের মুসলিম মুমিনাত ও সাধারণ মানুষের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য যেন মন-প্রাণ ভরে দোয়া করতে পারি।
প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে আমি গত ৪২ বছর ধরে খুব কাছ থেকে দেখেছি। এরকম আল্লাহ ওয়ালা মানুষ আমি খুব কম দেখেছি। তিনি এখন আওয়ামী লীগের সম্পদ না, তিনি দেশের সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি আপনারা ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন। তিনি যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষের জন্য, তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন বাংলাদেশকে মাথা উঁচু করে দাড়ানোর স্বপ্ন, দরিদ্রমুক্ত দেশ গড়ে তোলার স্বপ্ন—আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন। আমি তার জন্য সবার কাছে দোয়া চাই।