শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত সোয়া ৭ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১০:০৩ এএম | অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৮৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৮৩৮ জন।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৬৪০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৫৬ হাজার ২৯২ জনে। এ সময়ে করোনা থেকে সেরে ওঠেছেন ৫২ কোটি ৭২ লাখ ৮২ হাজার ১০২ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার ৫১৩ জন সংক্রমিত এবং ১ লাখ ৪৯ হাজার ৪৯১ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে আসা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯১ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ৩১০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৯২ লাখ ২৬ হাজার ১৪৮ জন সংক্রমিত এবং ১০ লাখ ৪২ হাজার ২৩৪ জন মারা গেছেন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৯৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ২৬৩ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭১ হাজার ১৯৪ জনের।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৫ হাজার ৮৯৫ জন এবং মারা গেছেন ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৪৩৭ জন শনাক্ত এবং ১ লাখ ৮০ হাজার ২৪৫ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৮ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ১৩৩ জনে এবং মৃত্যু বেড়ে হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৫৬ জন।

কানাডায় একদিনে নতুন শনাক্ত ২ হাজার ৯৩১ জন এবং মারা গেছেন ২৩ জন। এসময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত ৫ হাজার ৯৮০ জন এবং দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে মারা গেছেন ৮৫ জন এবং সংক্রমিত ৪২ হাজার ২০৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩৭ লাখ ২৮ হাজার ৩৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৩৩ জনের।

একদিনে ইতালিতে সংক্রমিত ৯৪ হাজার ১৬৫ জন এবং মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ১ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ২৯৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন শনাক্ত ১৭ হাজার ৭০৯ জন এবং মারা গেছেন ১০৭ জন; অস্ট্রেলিয়ায় সংক্রমিত ৩৮ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ৫৯ জন; থাইল্যান্ডে সংক্রমিত ২ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন ১৪ জন; চিলিতে সংক্রমিত ৬ হাজার ৫০৬ জন এবং মারা গেছেন ৮ জন; দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ১০ হাজার ৪৩৭ জন এবং মারা গেছেন ৭ জন; মেক্সিকোতে সংক্রমিত ২০ হাজার ৯৫৯ জন এবং মারা গেছেন ৪২ জন; অস্ট্রিয়ায় সংক্রমিত ১২ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ১১ জন; গ্রিসে সংক্রমিত ১৬ হাজার ১১৫ জন এবং মারা গেছেন ১২ জন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]