প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১১:০৬ এএম | অনলাইন সংস্করণ
বিশ্বব্যাপী টানা দুই বছরেরও বেশি সময় ধরে করোনাভাইরাস মহামারি চললেও একমাত্র উত্তর কোরিয়াই ছিল ‘করোনা মুক্ত’ দেশ। তবে সম্প্রতি করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করে দেশটি। অবশ্য কিছুদিন না যেতেই এবং স্পষ্ট কোনো প্রমাণ সামনে না এনেই পিয়ংইয়ংয়ের দাবি, করোনা মোকাবিলায় তারা উন্নতি করছে।
তবে কিম জং উনের দেশের এই দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। স্বাধীন ও স্পষ্ট কোনো তথ্যের অনুপস্থিতির মধ্যে সংস্থাটির বিশ্বাস, উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি ভালো নয়, সম্ভবত আরও খারাপ হচ্ছে। বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে দেশটিতে প্রতিদিন জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেলেও করোনা সংক্রমণের ঢেউ বর্তমানে হ্রাস পেয়েছে। অবশ্য সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে ঠিক কতজন লোক করোনা পজিটিভ হয়েছেন তা কখনোই সরাসরি জানায়নি পিয়ংইয়ং।
আর তাই সরকার-নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানে পরিস্থিতির মাত্রা মূল্যায়ন করা কঠিন করে তুলেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য ব্যাপকভাবে নিষেধাজ্ঞার কবলে পড়ে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন এই দেশটির কোভিড পরীক্ষার সক্ষমতার অভাব রয়েছে। এমনকি উদ্বেগ রয়েছে দেশটির চিকিৎসা ব্যবস্থাপনা এবং ভ্যাকসিনের অভাব নিয়েও।
এই পরিস্থিতিতে বুধবার এক ভিডিও ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, ‘আমরা মনে করি উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, ভালো নয়।’
তিনি বলেন, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যানের বাইরে করোনা সংক্রান্ত আরও তথ্য জানার বিশেষ কোনো সুবিধায় প্রবেশাধিকার ডব্লিউএইচও’র নেই।