প্রকাশ: বুধবার, ১ জুন, ২০২২, ৬:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
বেশ অনেকদিন ধরেই টেস্টে লিটন দাসের ব্যাট হাসছে দারুণভাবে। এর ব্যত্যয় ঘটেনি শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজেও। প্রথম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি পাননি তিনি। সে আক্ষেপ ঘুচিয়েছেন ঢাকা টেস্টে। তারই সুবাদে টেস্ট র্যাংকিংয়ে উন্নতি হয়েছে এই ব্যাটারের।
সবশেষ সিরিজের পারফর্ম্যান্সের সুবাদে বাংলাদেশের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে টেস্ট র্যাংকিংয়ের সেরা ১২ তে জায়গা করে নিয়েছেন লিটন।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ের সবশেষ হালনাগাদে পাঁচ ধাপ এগিয়ে এসেছেন লিটন। বর্তমানে তার অবস্থান তালিকার ১২তম স্থানে। এর আগে আইসিসির এই হালনাগাদে অবশ্য টেস্টের ৮৮ রানের ইনিংসে তিন ধাপ এগিয়েছিলেন। এবার ঢাকা টেস্টের দারুণ পারফর্মে পাঁচ ধাপ এগিয়েছেন লিটন।
১২ নম্বরে থাকা লিটন দাসের রেটিং এখন ৭২৪। তার নিচে আছেন ডেভিড ওয়ার্নার, টম লাথামরা। অন্যদিকে ঢাকা টেস্টে দারুণ শতক তুলে নেয়া মুশফিকুর রহিমও এগিয়েছেন ৭ ধাপ। ৬৭৫ রেটিং নিয়ে তিনি আছেন ১৮ নম্বরে।
সবার শীর্ষে ব্যাটারদের মধ্যে যথারীতি আছেন মার্নাস লাবুশানে। দুয়ে আছেন স্টিভ স্মিথ।