প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২, ৭:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের কালিহাতীতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে শিহড়াইল ও গোপালপুর গ্রামের সংঘর্ষে একজন নিহত ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে কালিহাতী থানায়।
গোপালপুর গ্রামে হামলার ঘটনায় আহত ইউপি সদস্য ফরমানের স্ত্রী অমেলা বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে ১৫-২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০ জনের একটি মামলা করেছেন। অপরদিকে নিহত শিহড়াইলের জহিরুল ইসলাম আকাশের বাবা সাইফুল ইসলাম ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ঘটনার দিন গত শুক্রবার রাতে একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় আটককৃতরা হলেন, গোপালপুর গ্রামের ইউপি সদস্য ফরমান আলী,ছোটন ও বলরাম। হামলার মামলায় আটককৃতরা হলেন, শিহড়াইল গ্রামের আজিজুল ও জনি।
নিহতের চাচা মোস্তফা কামাল জানান,শনিবার বিকালে জানাযা শেষে নিহত জহিরুল ইসলাম আকাশের লাশ শিহড়াইল উত্তর-পূর্ব পাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।এর আগে ময়নাতদন্ত শেষে বিকাল ৪টার দিকে তার লাশ বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের মা নসিরন, স্ত্রী খাদিজা, বাবা ও অন্যান্য স্বজনদের কান্নায় শোক নেমে আসে স্থানীয়দের মাঝে।স্বামীর লাশের খাট ধরে বিরাপ করছেন স্ত্রী খাদিজা বেগম পাশে দাড়িয়ে আছে অবুঝ দুই শিশু কন্যা হাফিজা(৫),জিনারা(৭)।শিশু সন্তানরা বুঝতে পারছেনা কি হয়েছে তার বাবার।স্ত্রী বিলাপ করে বলছে আমার স্বামীকে ফিরিয়ে দাও,আমি দু'টি শিশু কন্যা নিয়ে বিভাবে বাঁচবো।
অপরদিকে পাল্টাপাল্টি মামলার ঘটনায় উভয় গ্রামেই আতঙ্ক বিরাজ করছে। শিহড়াইল ও গোপালপুর গ্রাম প্রায় পুরুষ শূণ্য হয়ে পড়েছে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে হামলা ও হত্যার ঘটনায় আটককৃতদের সম্পৃক্তা পাওয়া গেলে তাঁদেরকে আদালতে প্রেরণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশী টহল রয়েছে।