প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২, ৬:৪২ পিএম | অনলাইন সংস্করণ
মাত্রই শেষ হলো শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর সপ্তাহ খানিকের বিশ্রাম নিয়ে রওয়ানা করতে হবে ক্যারিবীয় দ্বীপের উদ্দেশে। রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।
লম্বা এই সফরে দলের সঙ্গে থাকছেন না টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। পারিবারিক কারণে এই সফর থেকে আগেই ছুটি নিয়ে রাখেন হেরাথ।
এখন হেরাথের পরিবর্তে কেউ যাচ্ছেন না ক্যারিবীয় সফরে। এর আগে নানা সিরিজে দলের সঙ্গে স্পিন কোচের ভুমিকায় ছিলেন দেশীয় কোচ সোহেল ইসলাম। এবার তাকেও পাওয়া যাচ্ছে না দলের সঙ্গে।
এ নিয়ে শনিবার দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, হেরাথের পরিবর্তে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন তিনি নিজে এবং হেড কোচ রাসেল ডমিঙ্গো।
‘হেরাথ যাচ্ছেন না। সোহেলকেও এই সফরে পাচ্ছি না। হেরাথের পরিবর্তে কেউ যাচ্ছে না। এখন আমাকে আর ডমিঙ্গোকেই স্পিনারদের দেখতে হবে।’
১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।