প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২, ১১:২৪ এএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে শনিবার সকাল ৮টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনে তুলতে সক্ষম হয়। পরে রেল লাইনের ক্ষতিগ্রস্ত কিছু অংশ মেরামত শেষে সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা রাজশাহী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে ছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।