রাজধানীর পল্টন ও ওয়ারী থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ২৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির বিপুল পরিমাণ টাকা মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ মে) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পল্টন এলাকায় অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোশারেফ হোসেন (২৯), মো. মাসুদ রায়হান (২৮), মো. রোকন (২৯), মো. বিল্লাল হোসেন (৩৩), মো. আকতার হোসেন (৩৫), মো. হারুন (৪৮), মো. সাহেব আলী(৪৯), মো. জুয়েল (৪৩), মো. আরিফ চৌধুরী (৫৩), আল আমিন (৩৩), মো. সুমন (৩৩), মো. রানা (২৬), মো. ইমান আলী (৪০) ও মো. ইকবাল (৪৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৯৯০ টাকা এবং ১৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে ওয়ারী এলাকায় অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো- মো. সুমন (২৯), মো. আব্দুর রহমান (১৯), মো. সাইফুল মিয়া (২৩), মো. রিপন মিয়া (২১), মো. আামিরুল ইসলাম (৫৫), নিত্যানন্দ অধিকারী (৫০), মো. আনোয়ার হোসেন (৪৮), মো. সোহেল (৩০), শরিফ (২২), মোবারক(২১), মো. আল আমিন (২৬) এবং সুরুজ মিয়া (২৮)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চারটি ক্ষুর এবং আটটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার অপারেশনস বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজি এবং ছিনতাইয়ের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সবজি ফলের দোকান লেগুনা স্ট্যান্ড অস্থায়ী ফুটপাতের দোকান মালবাহী গাড়ি থেকে জোরপূর্বক ১০০ থেকে ৫০০ টাকা হারে চাঁদা আদায় করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীদের পরিচয় ব্যবহার করে তারা ভ্রাম্যমাণ দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। এছাড়া এরা বিভিন্ন রাস্তায় ওঁৎ পেতে থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী, রিকশা আরোহী ও সিএনজি যাত্রীদের কাছ থেকে ছিনতাই করতো।