বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা: ড. ওয়ালি-উর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১০:২৭ পিএম | অনলাইন সংস্করণ
পৃথিবীর প্রত্যেক জাতিরই একেকটা সময় একেকটা সুবর্ণ সময় আসে। আমাদেরও কয়েকটি সুবর্ণ সময় এসেছে। এর মধ্যে প্রথমটি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। পদ্মা সেতু যখন বাস্তবায়ন হবে তখন থেকে এক বছরের পর প্রতি বছরে বাংলাদেশের জিডিপিতে ১.২% গ্রোথ যোগ করবে। আমাদের এখন জিডিপি গ্রোথ আছে ৭% এবং এই পদ্মা সেতু হয়ে গেলে হবে ৮% এবং এটা যদি আগামী ১০ বছর পর্যন্ত স্থায়িত্ব থাকে তাহলে আমাদের অর্থনীতি আরও অনেক দূরে চলে যাবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৭১৬তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ দূত, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের সাবেক পররাষ্ট্র সচিব প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. ওয়ালি-উর রহমান, পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, মাদারীপুর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ওয়াদুদ মিয়া জনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. ওয়ালি-উর রহমান বলেন, পৃথিবীর প্রত্যেক জাতিরই একেকটা সময় একেকটা সুবর্ণ সময় আসে। আমাদেরও কয়েকটি সুবর্ণ সময় এসেছে। এর মধ্যে প্রথমটি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এরপরে ৫০ বছরে আমরা অনেক ভালো মন্দ সময় পার করেছি। আজ পৃথিবীর মধ্যে যত উন্নয়নশীল দেশ রয়েছে তার মধ্যে প্রথমে আছে বাংলাদেশ। আর এই কথাটি কিন্তু শুধু আমরা বলছি না, এই কথাটি বলছে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, আইএমএফ সহ অন্যান্য সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছিলেন একটি স্বাধীন বাংলা আর পঞ্চাশ বছর পর সেই স্বাধীন বাঙলাকে স্বপ্নের সোনার বাংলায় রুপান্তর করার জন্য তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন পদ্মা সেতু। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন কিন্তু তার অনেক স্বপ্নই অধরা ছিল কারণ ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি সহ প্রায় তার পুরো পরিবার। তার রয়ে যাওয়া দুই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা তখন থেকে আজ পর্যন্ত তার পিতার অধরা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। পদ্মা সেতুর যে স্বপ্ন ছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। এই স্বপ্নের বাস্তবায়ন কিন্তু সহজে হয়নি। অনেক চড়াই-উৎরাই, অনেক প্রতিবন্ধকতা সব পেরিয়ে উন্নত মর্যাদার শেষ ধাপে পৌঁছে গেল বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।