প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৭:০৪ পিএম | অনলাইন সংস্করণ
গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচারে নতুন সুবিধা যুক্ত হয়েছে। আগে স্ট্রিট ভিউ ইমেজারি নামের অপশনটি শুধু ডেস্কটপ ভার্সনেই ছিল। এখন থেকে মোবাইলেও চলবে। অ্যান্ড্রয়েড ও আইওএস দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই সুবিধা।
গুগল ইমেজারি ব্যবহার করে মূলত কোনো একটি জায়গার পরিবর্তন বোঝা যায়। ধরুন, একটি জায়গা ৫ বছর আগে কেমন ছিল এবং বর্তমানে সেই জায়গার অবস্থা কেমন- তা জানা সম্ভব স্ট্রিট ভিউয়ের মাধ্যমে।
পুরো বিষয়টি কীভাবে কাজ করে তা বোঝার জন্য গুগল ম্যাপের স্ট্রিট ভিউ মোড চালু করতে হবে। স্ক্রিনের উপরে ট্যাপ করতে হবে। এরপর সেখানে থাকবে See More Date। তার মাধ্যমে Historical Imagery- দেখা সম্ভব।
এছাড়াও গুগল একটি বিশেষ ক্যামেরা লঞ্চ করছে। যা সাধারণ ক্যামেরা থেকে কিছুটা আলাদা। কারণ শুধুমাত্র স্ট্রিট ভিউ ইমেজারি তুলতে সক্ষম ওই ক্যামেরা।
এতে ৩৬০ ডিগ্রি ভিউ রয়েছে। যেকোনো গাড়ির সঙ্গে এই ক্যামেরা ব্যবহার করা যাবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো গাড়ির ছাদে ক্যামেরাটি লাগানো সম্ভব। এর জন্য বিশেষ কোনও ডিভাইস প্রয়োজন নেই।