প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭:৪০ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখা উপজেলা ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন যোগদান করেছেন উম্মে তাহমিনা মিতু।
আজ মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী যুধিষ্ঠি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
উম্মে তাহমিনা মিতু পূর্বে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর জন্মস্থান মানিকগঞ্জ জেলার পশ্চিম দাশড়ায়। এর আগে চলতি মাসের ১৭ তারিখে উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্রের বদলি জনিত কারণে পদটি শূন্য হয়।
সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু বলেন, ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ দপ্তর আর এই গুরুত্বপূর্ণ দপ্তরে এসে কোন সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।