প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
দৈনিক ভোরের পাতায় সংবাদ প্রকাশের পর দিনই সাভার পৌরসভার আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার গর্ত ভরাট করে তা মেরামতের জন্য কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
গত ২৩ মে দৈনিক ভোরের পাতা অনলাইন সংস্করণে “নির্মানের ৩ মাসেই আড়াই কোটি টাকার রাস্তায় বড় গর্ত” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণির নজরে আসে। এরপরই তিনি দ্রæত রাস্তাটি মেরামতের নির্দেশ দিলে ২৪ মে সকাল থেকে শ্রমিকরা রাস্তার গর্ত ভরাট করে রাস্তা মেরামতের কাজ শুরু করে।
উল্লেখ্য, পৌরসভার ১নং ওয়ার্ডের ডিপ মেশিনের মোড় থেকে পোড়াবাড়ি বেদে পাড়া পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পিচঢালা পাকা রাস্তা নির্মান করা হয়। নির্মান শুরু করার প্রায় ১ বছর পরে এসে গত ২০ ফেব্রæয়ারী পিচ ঢেলে রাস্তার কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই দিনই জনসাধারণের জন্য রাস্তাটি খুলে দেয়া হয়। গত ২০ এপ্রিল প্রথম বৃষ্টিতে একটি পিকআপ টিসিবির মাল বহন করতে গিয়ে প্রদীপের রিক্সা গ্যারেজের সামনে রাস্তায় চোরা গর্তে পরে দুর্ঘটনার শিকার হয়। এরপর থেকে প্রায় ১০/১২ জায়গায় ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে।
অনেকের অভিযোগ, রাস্তার নিচ দিয়ে বাসা-বাড়ির পানি ও সুয়ারেজ লাইন নয়ার কারণে এভাবে রাস্তার ক্ষতি সাধিত হচ্ছে।
সংশ্লিষ্ট ঠিকাদারের জামানতের টাকা এখনও ফেরৎ দেয়া হয়নি বলে জানান সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম। রাস্তা মেরামত করে দেয়ার পরে টাকা ফেরৎ দেয়া হবে বলেও তিনি ব্যক্ত করেন।
সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি বলেন, অনেক বিষয় সংবাদের মাধ্যমে দৃষ্টিগোচর হয়। ব্যাপারটি জানার পরে নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়। জনগণ দুর্ভোগ পোহাবে তা কখনও হতে দেয়া যাবে না।
পত্রিকায় এ ধরনের সমস্যা তুলে ধরার জন্য তিনি সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।