প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৫:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
গম রপ্তানি নিষিদ্ধ করার পর এবার অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে চিনি রপ্তানি সীমিত করার পরিকল্পনা করছে ভারত। গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নিল।
মঙ্গলবার (২৪ মে) দেশটির সরকারি একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, চলতি মৌসুমে চিনির রপ্তানি এক কোটি টনে সীমিত করার সম্ভাবনা রয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান, ভারত সরকার সেপ্টেম্বর মাস পর্যন্ত বিপণন বছরের জন্য ১০ মিলিয়ন টন চিনি রফতানি পরিকল্পনা করছে। আগামী অক্টোবরে চিনির মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যাপ্ত চিনি মজুত নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী দিনগুলোয় এ পদক্ষেপের ঘোষণা দেওয়া হতে পারে বলে জানান ওই ব্যক্তি।
গত বছর ব্রাজিলের পরে বিশ্বের বৃহত্তম চিনি রফতানিকারক দেশ ছিল ভারত। বাংলাদেশ দেশটি থেকে সবচেয়ে বেশি চিনি আমদানি করে থাকে। বাংলাদেশের পরে শীর্ষ গ্রাহকদের তালিকায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং দুবাই রয়েছে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগা করা হলে তিনি ব্লুমবার্গের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
এ মাসের শুরুর দিকে তীব্র দাবদাহে ফসল নষ্ট হওয়ায় গমের রফতানি বন্ধ করে দিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছিল ভারত। ফলে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ইতোমধ্যেই বিশ্বব্যাপী বেড়ে যাওয়া খাদ্যের দাম আরও বাড়িয়েছে। এরমধ্যে বিদেশে, বিশেষ করে এশিয়ায় সরকারগুলোর পণ্য বিক্রির নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোয় খাদ্যমূল্য আরও বাড়িয়ে দিয়েছে।