কাজী হাবিবুল আউয়াল বলেন, বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, টেন মিলিয়ন ডলার—এটা আমার কাছে একটা উদ্ভট কথা মনে হয়েছে। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা কমিশনের বক্তব্য নয়। কোনোভাবে কমিশনের কোনো কর্মচারীও এ কথা বলেননি, কমিশনার তো দূরের কথা, বলতে পারেন না।
তিনি বলেন, মিডিয়ার সময় কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলি। প্রশ্নবানে জর্জরিত হয়ে অনেক সময় স্লিপ হয়ে যায়। কোনো কমিশনার ইচ্ছাকৃতভাবে কমিশনকে অপদস্থ করার জন্য, সিইসিকে অপদস্থ করার জানে বলেননি। কথাটা আসলে কিছুটা স্মৃতিভ্রমের কারণে হয়েছে বলে আমি বিশ্বাস করি।
আনিছুর রহমানের বক্তব্য নিয়ে আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোট তার নিয়মানুযায়ী হবে, দিনের ভোট দিনেই হবে। ভোট রাতে হবে না—এটা স্পষ্ট উচ্চারণে বলতে চাই। আমাদের উনি (ইসি আনিছুর) স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, মাত্র পাঁচ-সাত দিন আগে চিঠি দিয়ে সবাইকে জানালাম- ইভিএম নিয়ে আমার কোনো সিদ্ধান্তে উপনীত হইনি, কোনো চাপের মুখে আমরা মাথা নিচু করছি না। আমরা যদি ১০ মিলিয়ন ডলার ঘোষণাই করে দিই, তাহলে হলে ইয়ে (পর্যালোচনা) হবে কেন? আমরা এখনো সিদ্ধান্ত নিইনি।