প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ৭:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
ঘূর্নিঝড় অশনি’র প্রভাবে রবিবার রাত থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যহত রয়েছে। এরই মধ্যে সোমবার দুপুরে পটুয়াখালী সফরে আসেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার একটি মুগডালের খেত পরিদর্শন করেন এবং কালিকাপুর ইউনিয়নের একটি বোরো ধানের ক্ষেত পরিদর্শন করেন।
ঘূর্নিঝড় অশনি’র প্রস্তুতি বিষয়ে কৃষিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, দূর্যোগের আগে এবং পরে কৃষকদের ক্ষয় ক্ষতি যাতে কমিয়ে আনা যায় সে জন্য আগে থেকেই কৃষি বিভাগ কাজ করছে এবং সে জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া আছে। যে সব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে তা কেটে ফেলার জন্য বলা হয়েছে, এ ছাড়া যেতটুক সম্ভব মাঠের ফসল দ্রুত সংগ্রহ করার পাশাপাশি সবাইকে নিরাপদে থাকতে হবে।
বরিশাল –পটুয়াখালী মহা সড়কের পাশে বদরপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথী হিসেবে কৃষিমন্ত্রী কৃষি সেক্টরে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রগতি ও সফলতার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, ‘ঝড় জলোচ্ছাস এবং লবনাক্ততার কারনে এক সময় পটুয়াখালী জেলার অধিকাংশ জমি এক ফসলী ছিল। কিন্তু সরকারের বিভিন্ন পদক্ষেপের কারনে এসব জমি দুই থেকে তিন ফসলী জমিতে পরিনত হয়েছে। এ ধারা অব্যহত থাকলে আগামীতে দক্ষিন অঞ্চেলের কৃষি দেশের অর্থনীতিতে অবারও গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।’
কৃষি মন্ত্রীর এই সফরে কৃষি মন্ত্রাণালয় সবিচ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারন বিভাগ, ধান গবেষনা ইনিস্ট্রিটিউ, কৃষি গবেষণা ইনিস্ট্রিটিউটের কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা সহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।