প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ৫:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
দেশের জন্য নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে একটি কুকুর ও তার মালিক মাইহাইলো ইলিয়েভকে পুরস্কৃত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কাজের স্বীকৃতি হিসেবে রোববার (৮ মে) প্যাট্রন ও তার মালিককে পদক তুলে দেন জেলেনস্কি। সোমবার (৯ মে) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
জানা গেছে, প্যাট্রনের মালিক মাইহাইলো ইলিয়েভ। তিনি ইউক্রেনের নাগরিক সুরক্ষাসেবার একজন মেজর। রাশিয়ার সেনা অভিযানের শুরু থেকে এ পর্যন্ত দুই শতাধিক বিস্ফোরক শনাক্ত করেছে এ বিখ্যাত কুকুর প্যাট্রন। ফলে সেগুলো ফাটার আগেই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এতে অন্তত কিছু মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। আর এমন কাজ করেই দেশপ্রেমী কুকুর হিসেবে ইউক্রেন জুড়ে পরিচিতি মিলেছে প্যাট্রনের।
জাস্টিন ট্রুডোর (কানাডার প্রধানমন্ত্রী) সঙ্গে রোববার কিয়েভে করা এক সংবাদ সম্মেলন থেকেই জেলেনস্কি প্যাট্রন ও তার মালিকের কাছে পুরস্কার তুলে দেন।