প্রকাশ: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৮:০৯ পিএম | অনলাইন সংস্করণ
ফেনীতে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় মোতাহার হোসেন নামে হাইওয়ের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।
মঙ্গলবার ( ১২ এপ্রিল) দুপুরের দিকে ফেনীর রামপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশ কনস্টেবল মোতাহার হোসেন (২৬) কাভার্ড ভ্যানের ধাক্কায় টহলরত গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন পুলিশ। আহতদেরকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিহত মোতাহার হোসেনের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানার মিয়ার বাজারে নিয়ে আসা হয়েছে। বিকেলে দাফন সম্পন্ন হবে। তার পিতার নাম আব্দুর রহিম, গ্রাম কোমারডোগা।থানা চৌদ্দগ্রাম। কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।