প্রকাশ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৯:২৪ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শালিখার আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/ ২০২১-২৩ মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা (খামারবাড়ি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, মাগুরা (খামারবাড়ি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
এসময় উপজেলার ১৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
চাষাবাদের এই প্রয়োজনীয় মুহূর্তে বিনামূল্যে প্রণোদনা স্বরূপ সার ও বীজ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।