প্রকাশ: রোববার, ১০ এপ্রিল, ২০২২, ৮:২৮ পিএম | অনলাইন সংস্করণ
দৈনিক ভোরের পাতায় খবর প্রকাশের পর শিক্ষার্থীদের নিকট থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দিলেন গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর জামান। গত বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ের ১৫৭ জন শিক্ষার্থীর নিকট থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেন। অতিরিক্ত টাকা ফেরত পাওয়ায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, উপজেলার তিস্তার তীরে অবস্থিত বড়াইবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি প্রস্তুতি পরীক্ষার নামে প্রধান শিক্ষক অতিরিক্ত ফি আদায় করেন। জনপ্রতি শিক্ষার্থীদের নিকট থেকে ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করা হয়। দারিদ্রতার কারণে যারা টাকা দিতে ব্যর্থ হয়েছেন তাদের পরীক্ষার খাতা আটকানোসহ পরীক্ষা হলে দাঁড় করিয়ে রাখা হয়। ৩০ মার্চ দুপুরে পরীক্ষা চলাকালীন ওই বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা ও অভিভাবকরা এ অভিযোগ করেন সাংবাদিকদের। পরে এ অভিযোগের ভিত্তিতে পত্রিকায় খবর প্রকাশিত হয়।
এ বিষয়ে অভিভাবক লাভলু ইসলাম বলেন, স্কুলের প্রধান শিক্ষক এসএসসি প্রস্তুতি পরীক্ষার নামে অতিরিক্ত টাকা নেন। পরে পত্রিকায় খবর প্রকাশ হলে গত বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষক আলমগীর স্যার শিক্ষার্থীদের ডেকে অতিরিক্ত ফির ২০০ টাকা ফেরত দিয়ে স্বাক্ষর নেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক আলমগীর জামান জানান, পত্রিকায় খবর প্রকাশের উপজেলা মাধ্যমিক অফিসার স্যারের নির্দেশে ১৫৭ জন শিক্ষার্থীকে ২শ করে টাকা ফেরত দিয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম বলেন, পত্রিকায় খবর প্রকাশের পর ইউএনও স্যারের নির্দেশে আমি প্রধান শিক্ষককে অতিরিক্ত নেয়া টাকা ফেরত দিতে বলেছি।